Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পাঠাগার

ইশিবপুর ব্রাক গন পাঠাগার ও সেবা কেন্দ্র

ডাকঘরঃ ইশিবপুর,  উপজেলাঃ রাজৈর,  জেলাঃ মাদারীপুর ।

মোবাইল নং- ০১৭৭৭-৩৬৭৩৩৬, ০১৭১৭-৫৫৭৪৭৭

                  সর্বস্তরের মানুষেরঅবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইশিবপুর ব্রাক গন পাঠাগার ও সেবা কেন্দ্রবাস্তবায়নাধীন পাঠাগার কর্মসূচীর মাধ্যমে সমাজের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ২০০৩ইং সাল থেকে কাজ শুরু করেছে। এ পাঠাগার কর্মসূচীটি বিগত সময়ে আর্থিক সংকটের কারণে ঘরোয়া ভাবে পরিচালনাধীন ছিল। ১জানুয়ারী ২০০৬ইং ব্রাকের সহযোগিতায় নতুন করে কার্যক্রম নিয়মিত ভাবে পরিচালনা করা হচ্ছে। তাই বই প্রেমী এবং সকল শ্রেণী ও পেশার মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি -যে কোন ধরনের ইতিহাস, প্রবন্ধ, উপন্যাস, ধর্মীয় বই-পত্রাদি অত্র পাঠাগারে সহায়তা পূর্বক এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করে গড়ে তুলুন। আপনার একটি বইয়ের মাধ্যমে জ্ঞান-ভান্ডার খুলে দেবে হাজারো মানুষের, গড়ে উঠবে শিক্ষা সমৃদ্ধ একটি দেশ। সেই সাথে আগ্রহী পাঠকদের নির্ধারিত স্থানে পাঠক নিবন্ধন ফরম পূরণ পূর্বক পাঠক সদস্য হওয়ার জন্য অনুরোধ করা হলো।

পাঠাগারের কার্যক্রম সম্প্রসারণে আপনাদের জ্ঞান-গর্ব পরামর্শ ও  সহায়তা একান্তভাবে কামনা করছি।

বাস্তবায়নাধীন কর্মসূচীঃ

  • ১৪০টি ইতিহাস,প্রবন্ধ, উপন্যাস, ধর্মীয় বই-পত্রাদি রহিয়াছে।
  • প্রতিদিন একটি করে-প্রথম আলো, জনসংকেত, ডেইলী সান পত্রিকা নেয়া হয়।

যোগাযোগের ঠিকানা-

স্থায়ী পাঠাগার কেন্দ্রঃ-

মোঃ সেলন মিয়া, ইশিবপুর উচ্চ বিদ্যালয়।

                                                                                         গভীর আন্তরিকতায়-

আরাফাত হোসেন                     জেসমিন সুলতানা

         সভাপতি                                      পাঠাগার সম্পাদক

        ইশিবপুর ব্রাক গন পাঠাগার ও সেবা কেন্দ্র

         রাজৈর, মাদারীপুর।

মোবাইল নং- ০১৭১৭-৫৫৭৪৭৭, ০১৭৭৭-৩৬৭৪৩৬।